kalerkantho


যে টেলিভিশনগুলো এ বছরের সেরা

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৪



যে টেলিভিশনগুলো এ বছরের সেরা

প্রযুক্তির উৎকর্ষতায় কেবল স্মার্টফোন বা কম্পিউটারে নয়, টেলিভিশনেও ব্যাপক পরিবর্তন এসেছে। সুখবরটি হলো, টেলিভিশন আরো অনেক বেশি উন্নত হয়েছে। এখানে জেনে নিন এমনই কিছু টেলিভিশনের কথা। বাংলাদেশের বাজারে এদের দামের হেরফের রয়েছে। সহজলভ্যতা নিয়েও রয়েছে প্রশ্ন। তাই ভারতের বাজারের এদের দাম দেওয়া হলো।

১. এলজি ওলেড৬৫ই৬টি : এটা দারুণ সুন্দর এক টেলিভিশন। ওলেড ৬৫ ইঞ্চি ডিসপ্লে'র এই টেলিভিশনে রয়েছে ৪কে প্রযুক্তি। এটা নির্মাতার 'পিকচার অন গ্লাস' ডিজাইনে তৈরি করা হয়েছে। অনেক স্লিম, মাত্র ২.৫৭ মিলিমিটার। বিল্ট-ইন সাউন্ড বার স্পিকার সিস্টেম রয়েছে। দাম ৬.২৯ লাখ রুপি।

 

২. সনি এক্স৯৩৫০ডি : এটাও ৬৫ ইঞ্চি পর্দার টেলিভিশন। ৪কে এইচডিআর টেলিভিশনে দেওয়া হয়েছে আইকনিক ডিজাইন। গুগলের অফিসিয়াল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। টিভি অ্যাপস এবং ফিচারে পূর্ণ। এটাই অ্যান্ড্রয়েড চালিত সেরা টেলিভিশন বলে মত দেন অনেকে। ভয়েস কমান্ডের মাধ্যমে চ্যানেল এবং অন্যান্য ফিচার খুঁজে বের করা যায়। দাম ৩ লাখ ৮৫ হাজার রুপি।

 

৩. স্যামসাং জেইউ৬৪৭০ সিরিজ ৬ : এটা ৪০ ইঞ্চি এউএইচডি ৪কে ফ্ল্যাট স্মার্ট টেলিভিশন। স্যামসাংয়ের এলিট ৪কে টেলিভিশনের ছোট আকারের মধ্যে এটাকে সেরা ধরা যায়। চমৎকার ছবি, কোয়াড-কোর প্রসেসিং ব্যবস্থা এবং নির্মাতার সর্বসাম্প্রতিক প্লাটফর্ম টাইজেন দেওয়া হয়েছে। দাম দিয়ে কেনার ক্ষেত্রে সেরা বাছাই হতে পারে। এর দাম পড়বে ৬১ হাজার ৫০০ রুপি।

 

৪. সনি এক্স৮৫সি : ৪৩ ইঞ্চির ৪কে এইচডিআর অ্যান্ড্রয়েড টেলিভিশন এটি। মধ্যম বাজেটের ৪কে টেলিভিশনের দারুণ এক মডেল। পাতলা ডিজাইনের এ টিভিতে আছে ৪কে প্রসেসর এক্স১, একটি ট্রিলুমিনাস ডিসপ্লে এবং অনেক ফিচার। ছোট ঘরের জন্য দারুণ এক টিভি। দাম ৮২ হাজার ৫০০ রুপি।

 

৫. স্যামসাং জেএস৯৫০০ সিরিজ : ৭৮ ইঞ্চি এসইউএইচডি ৪কে কার্ভড স্মার্ট টেলিভিশনটি বেশ দাম দিয়ে কিনতে হবে। কিন্তু মিলবে সেরা ছবির মান। কার্ভড ডিজাইন আর মনোমুগ্ধকর ছবির তুলনাই চলে না। যেকোনো বাসার জন্য অভিজাত এক টেলিভিশন। দাম ১০ লাখ ৫০ হাজার রুপি।

 

৬. সনি ডাব্লিউ৮০০ডি : ৪৩ ইঞ্চি পর্দার ফুল এইচডি অ্যান্ড্রয়েড টেলিভিশন। এটাও ফুল এইচডি ১০৮০পিক্সেলের ট্রিলুমিনাস ডিসপ্লে। এতে দেওয়া হয়েছে সনির এক্স-রিয়েলিটি প্রো পিকচার ইঞ্জিন। ভয়েস সার্চের মাধ্যমে অনেক কিছু খুঁজে নিতে পারবেন। দাম ৬০ হাজার ৯৯৯ রুপি।

 

৭. প্যানাসনিক ৪০ডিএস৫০০ডি : ৪০ ইঞ্চি ফুল এইচডি স্মার্ট লেড টেলিভিশন। নির্মাতার ফুল এইচডি টেলিভিশনের সেরা এটি। প্রিয় সব অ্যাপ মিলবে এখানে। দাম পড়বে ৩৭ হাজার ৯৯০ রুপি।

 

৮. এলজি ৩২এলএইচ৬০৪টি :  ৩২ ইঞ্চির ফুল এইচডি উইবোস ৩.০ লেড টিভি। ১০৮০পিক্সেলের আইপিএস প্যানেলসহ টেলিভিশনটি দারুণ পাতলা। মেটাল দেহের টিভি'র দাম খুব বেশি নয়। এর ম্যাজিক রিমোটের মাধ্যমে যেকোনো অংশকে ম্যাগনিফাই করা যাবে। দাম পড়বে ৩২ হাজার ৪৯০ রুপি।

 

সূত্র : ম্যানসওয়ার্ল্ড ইন্ডিয়া

 


মন্তব্য