kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


প্রকাশ্যে এল জুরাসিক যুগের বিশালকার সামুদ্রিক প্রাণীর ফসিল

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৬প্রকাশ্যে এল জুরাসিক যুগের বিশালকার সামুদ্রিক প্রাণীর ফসিল

১৭০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস ছিল এই বিশালাকার সামুদ্রিক প্রাণীটির। তার মৃতদেহের ফসিল আবিস্কৃত হয়েছিল আজ থেকে অর্ধশতাব্দী আগে ১৯৬৬ সালে ।

এতদিন গোপনে চলছিলে গবেষণা। অতঃপর এই প্রথমবারের মত প্রকাশ্যে আনা হলো ফসিলটি।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, এই প্রাচীন সামুদ্রিক প্রাণীটি লম্বায় প্রায় চার মিটার ছিল। দেখতে ছিল ডলফিনের মতো। তার মাথা ছিল বিশাল। মুখের মধ্যে কোণাকৃতির কয়েকশো দাঁত ছিল। সেই দাঁতের সাহায্যেই মাছ ও স্কুইড ধরে খেত এই মনস্টার। সেই প্রাণীটিরই ফসিল পাওয়া গিয়েছে। এই প্রথম স্কটল্যান্ডে ডাইনোসরের যুগের একটি সামুদ্রিক প্রাণীর ফসিল হয়ে যাওয়া পূর্ণাঙ্গ হাড় পাওয়া গেছে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ডের জাতীয় সংগ্রহশালা এবং একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে পাথর থেকে ফসিল আলাদা করা হয়েছে। ৫০ বছর ধরে ফসিলটি স্কটল্যান্ডের জাতীয় সংগ্রহশালায় ছিল। এখন বিশেষজ্ঞদের সাহায্যে সেটিকে পূর্ণ রূপ দেওয়া হচ্ছে। প্রত্নজীবাশ্মবিদরা এই ফসিল পরীক্ষা করবেন। গবেষণার মধ্য দিয়ে জুরাসিক যুগ সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে বলে আশা বিশেষজ্ঞদের।


মন্তব্য