kalerkantho


হ্যাকিংয়ের মুখে ফেলতে পারে ওয়্যারলেস মাউস!

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ০০:০৩হ্যাকিংয়ের মুখে ফেলতে পারে ওয়্যারলেস মাউস!

এমনিতে যে সাধারণ মাউস আর ওয়্যারলেস মাউসের মধ্যে খুব একটা দামের তফাৎ হয়- এমনটা নয়!
তাছাড়া, ওই যে তারটা লাগানোর হ্যাপাটুকুও থাকছে না, তার জন্যও অনেকে সাধ করে বাড়িতে নিয়ে আসেন ওয়্যারলেস মাউস।
আর, তার সঙ্গেই ডেকে আনেন বিপদ! হ্যাকিংয়ের মুখে পড়ার!
সম্প্রতি স্যান ফ্রান্সিসকোর মার্ক নিউলিন এবং বালিন সিবার- এই দুই টেকনোলজি-বিশারদ উদঘাটন করেছেন এই তথ্য। রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা করে তাঁরা জানিয়েছেন, এমন কিছু বেশি দূরত্বেও তার জন্য থাকতে হবে না হ্যাকারকে। যা হওয়ার, হয়ে যেতে পারে ১৮০ মিটারের মধ্যেই।
তা, ব্র্যান্ডেড ওয়্যারলেস মাউসের ক্ষেত্রেও কি এই সমস্যা থেকে যাচ্ছে?
আলবাত! জানিয়েছেন মার্ক আর বালিন। বরং, তাঁদের বক্তব্য, ব্র্যান্ডেড ওয়্যারলেস মাউসেই হ্যাকিংয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে সব চেয়ে বেশি।
এবং, এইচপি, লেনোভো, অ্যামাজন, ডেল- কেউ বাদ যাচ্ছে না এই তালিকা থেকে।
সে না-হয় হল! কিন্তু, ওয়্যারলেস মাউস ব্যবহার করলে হ্যাকিংয়ের সম্ভাবনা বেড়ে যায় কেন?
তারও সদুত্তর দিয়েছেন মার্ক এবং বালিন। বলছেন, এই সব সংস্থার কেউই তাদের ওয়্যারলেস মাউস এনক্রিপটেড করে রাখে না। ফলে, ব্যবহারের সময় হ্যাকারদের ইউজারের ডংগলে ডেটা স্থানান্তর এবং তার মাধ্যমে হ্যাকিংয়ের সম্ভাবনা বেড়ে যায় অনেকগুণ!
এবার কি তাহলে সাবধান হওয়ার পালা?

সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য