kalerkantho


আপনি কি একজন 'স্মার্টফোন জোম্বি'? জেনে নিন

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৬ ১৮:২৯আপনি কি একজন 'স্মার্টফোন জোম্বি'? জেনে নিন

স্মার্টফোনের বহুল প্রসারে এখন অনেকেই এর বাইরে কিছু ভাবতে পারেন না। যদিও স্মার্টফোন আমাদের জীবনযাপনে বহু প্রভাব ফেলছে এবং গতি দিচ্ছে। কিন্তু এর কিছু ক্ষতিকর প্রভাবও রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
স্মার্টফোনের কিছু টার্ম রয়েছে, যেগুলো ব্যবহার করে এই বিষয়টি সহজে বোঝা যায়। এগুলো তুলে ধরা হলো এখানে।
নমোফোবিয়া
২০০৮ সালে ব্রিটিশ একদল গবেষক নমোফোবিয়া নামে এ টার্মটি শুরু করেন। এর মাধ্যমে মোবাইল প্রযুক্তি ব্যবহারের কারণে মানুষের মাঝে গড়ে ওঠা উদ্বেগকে বোঝানো হয়।
স্মার্টফোন জোম্বি
কোনো ব্যক্তি যদি সব সময় তার স্মার্টফোনের দিকে মনোযোগী থাকে এবং আশপাশের সব বিষয়ের প্রতি উদাসীন থাকে তাহলে এ শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়।
স্মার্টফোন ক্রুইজিং
কাজে যাওয়ার আগে ও পরে স্মার্টফোনে সামাজিক যোগাযোগমাধ্যমের সব বিষয় আপডেট হওয়াকে এ টার্মের সহায়তায় প্রকাশ করা হয়।
ক্র্যাকবেরি
সাধারণত ব্ল্যাকবেরি ব্যবহারকারীদের এ টার্মের সাহায্যে বোঝানো হয়। যে ব্যবহারকারীরা এক সেকেন্ডের জন্যও তাদের স্মার্টফোন নামিয়ে রাখে না, তাদের ক্র্যাকবেরি বলা হয়।
আইপউন্ড
যখন কেউ অ্যাপলের কোনো পণ্য কিনতে উদ্যোগী হয় তখন তাকে এটি বলা হয়।
স্মার্টফোন ডেড লেগ
কোথাও বসে স্মার্টফোন ব্যবহার করতে করতে যদি আপনার পায়ের অনুভূতি চলে যায় তখন এটি বলা হয়। টয়লেটের ক্ষেত্রে এ কথাটি বেশি ব্যবহৃত হয়।
স্মার্টফোন ড্রোন
মানুষ যখন ক্রমাগত তাদের স্মার্টফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিচরণ করে তখন তাকে এটি বলা হয়।
স্মার্টফোন এলবো
আপনার কনুই যদি স্মার্টফোন ব্যবহারের কারণে ব্যথা হয় বা ফুলে যায় তাহলে এটি বলা হয়।
স্মার্টফোন ফেস
স্মার্টফোনে সব সময় তাকিয়ে থাকার কারণে আপনার থুতনি যদি ঝুলে পড়ে বা নিচু দেখা যায় তাহলে এটি বলা হয়।
স্মার্টফোন মোমেন্ট
যখন কোনো ব্যক্তি স্মার্টফোনে মনোযোগী হওয়ার কারণ তার বন্ধু-বান্ধব বা পরিচিত মানুষদের দিকে খেয়াল করতে পারে না কিংবা অনিচ্ছাকৃতভাবে দেখতে পায় না তখন তাকে স্মার্টফোন মোমেন্ট বলা হয়।


মন্তব্য