kalerkantho


স্মার্টফোনের যুগেও নোকিয়ার পাঁচ 'বাদশা' বেসিক ফোন

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৬ ০০:৪১স্মার্টফোনের যুগেও নোকিয়ার পাঁচ 'বাদশা' বেসিক ফোন

নোকিয়া নোকিয়া ২৩০ ও ২৩০ ডুয়াল সিম : এই ফোনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা৷ সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরাও আছে৷ ২.৮ ইঞ্চির ডিসপ্লে, অপেরা মিনি, বিং সার্চ, এমএসএন ওয়েদারের মতো কয়েকটি জরুরি অ্যাপ প্রি-ইনস্টলড রয়েছে এই ফোনে৷ দাম এখনও জানানো হয়নি৷ একটানা ২৩ ঘন্টা কথা বলা যাবে৷ গান শোনা যাবে ৫২ ঘন্টা, দাবি নোকিয়ার৷ দুটি মডেল মিলবে, একটি সিঙ্গল সিম অপরটি ডুয়াল সিম সাপোর্টেড৷ এখনও বাজারে আসেনি৷

নোকিয়া ২১৫ ডুয়াল সিম : দাম মাত্র ২,১৯৯ টাকা৷ ইন্টারনেট সার্ফিং করা যাবে| ফেসবুক ও মেসেঞ্জার প্রি-ইনস্টলড রয়েছে৷ কয়েকটি ঝকঝকে রংয়ে পাওয়া যায়৷ বিল্ট-ইন টর্চ রয়েছে৷ ডুয়াল সিম সাপোর্টেড৷ ৫০ ঘন্টা গান শোনা যাবে৷ একটানা ২১ দিন স্ট্যান্ড বাই টাইম৷

নোকিয়া ১৩০ ডুয়াল সিম : দাম আরও কম৷ ১৫৯৯ টাকা৷ একটানা ১৬ ঘন্টা ভিডিও দেখা যাবে৷ এসডি কার্ড সাপোর্টেড৷ ১৩ ঘন্টা একটানা কথা বলা যাবে৷

নোকিয়া ২২৫ ডুয়াল সিম : দাম ৩২৪৯ টাকা৷ ২.৮ ইঞ্চির বড় স্ক্রিন৷ ২ এমপি ক্যামেরা৷ পাঁচটি আকর্ষণীয় রংয়ে পাওয়া যায়৷ রেডিও রয়েছে, সঙ্গে স্পিকারও৷

নোকিয়া ১০৮ ডুয়াল সিম : ক্যামেরায় ছবি তুলে নিমেষে ব্লু-টুথের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে বন্ধুর মোবাইলে৷ একটানা ২৫ দিন স্ট্যান্ড বাই টাইম৷ ৩২ জিবি এক্সপ্যান্ডেবল মেমোরি৷ ফ্রি হেডফোন৷ রয়েছে ০.৩ এমপি ক্যামেরা৷

সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য