kalerkantho


টেস্ট ড্রাইভেই দুর্ঘটনায় গুগল-এর 'চালকহীন' গাড়ি

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ০০:০১টেস্ট ড্রাইভেই দুর্ঘটনায় গুগল-এর 'চালকহীন' গাড়ি

পরীক্ষায় ব্যর্থ গুগল। গুগল নির্মিত চালকবিহীন স্বপ্নযান ধাক্কা মারল একটি পাবলিক বাসে। সিলিকন ভ্যালিতে এই দুর্ঘটনায় কেউ আহত না হলেও, এর দায় নিজেদের কাঁধে নিয়েছেন গুগল কর্তৃপক্ষ।
১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউতে টেস্ট ড্রাইভ চলাকালীন একটি যাত্রীবাহী বাসে ধাক্কা মারে গুগলের চালকবিহীন এসইউভি। ঘণ্টায় ৩ কিলোমিটার বেগে চলা গাড়িটি ডানদিকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের বাঁদিকে ধাক্কা মারে। ক্যালিফোর্নিয়া মোটর ভেহিকলস দপ্তরকে লিখিত বিবৃতি দিয়ে গুগল জানিয়েছেন, 'আমরা নির্দ্বিধায় এই দুর্ঘটনার দায় নিচ্ছি। আমাদের গাড়িটি ওখানে না তাকালে দুর্ঘটনাটি হত না।'
বাসটিতে সেই সময় উপস্থিত ১৫ জন যাত্রী ও চালকের কোনও আঘাত লাগেনি বলে জানানো হয়েছে। কনজিউমার ওয়াচডগের কর্তা জন সিম্পসন জানয়েছেন, রোজকার ড্রাইভিং সিচুয়েশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না গুগলের রোবট কার। একজন লাইসেন্সপ্রাপ্ত চালক রাখা প্রয়োজন, যিনি প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন। এই পরীক্ষার ক্ষেত্রেও টেস্ট ড্রাইভার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: এই সময়


মন্তব্য