kalerkantho


আইফোন সিক্স তৈরিতে খরচ হয় ২০ হাজার, বিক্রি হয় ৬০হাজারে

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৬ ২১:০০আইফোন সিক্স তৈরিতে খরচ হয় ২০ হাজার, বিক্রি হয় ৬০হাজারে

আইফোন সিক্স এস প্লাস বাগাতে পারলে অনেকেই মনে করেন, একটা স্টেটাস সিম্বল হলো বটে! কড়কড়ে নগদ ফেলে কেনার থেকে অনেকেই ইএমআই-এর পথে হাঁটেন। শুনলে অবাক হবেন, এই ফোন তৈরিতে খরচ হয় ফোনের দামের মাত্র এক-তৃতীয়াংশ।

অবাক হচ্ছেন? আইএইচএস টেকনোলজি নামে একটি সংস্থার গবেষণায় দেখা গেছে, আইফোন সিক্স এস তৈরিতে খরচ পড়ে প্রায় ২০ হাজার টাকা। অথচ, ভারতের বাজারে এর দাম প্রায় ৬০ হাজার টাকা! অর্থাৎ? মুনাফার পরিমাণ ৩০০ শতাংশ। এমনিতে খরচ ১৮ হাজার ২০০ টাকা টাকা। এর সঙ্গে বাকি খরচখরচা যোগ করলে ২০ হাজার টাকায় দাঁড়ায়।

ফোনটির সবথেকে দামি অংশ হলো স্ক্রিন, ৪ হাজার একশো ৪টাকা টাকা। দু’টি ক্যামেরা তৈরির খরচ ১৭৭০ টাকা। ফ্ল্যাশ মেমরি বাড়ানোর জন্য বিপুল খরচ করার কথা বলে অ্যাপল। জানেন, সেই খরচ কত? প্রায় ২৯ টাকা প্রতি গিগাবাইট। এখানেই শেষ নয়। যাঁরা তৈরি করেন, সেই শ্রমিকরা কত টাকা পান জানেন? মাত্র ১৩৮ টাকা প্রতি ঘণ্টা।

 


মন্তব্য