kalerkantho

ওয়ালটন এসিতে এক বছরের বিদ্যুৎ বিল ফ্রির সুযোগ

নিজস্ব প্রতিবেদক   

২১ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওয়ালটন এসিতে এক বছরের বিদ্যুৎ বিল ফ্রির সুযোগ

ওয়ালটন : রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় এসি কিনে এক বছরের বিদ্যুৎ বিল ফ্রি পেয়েছেন ভাগ্যবান ক্রেতা মো. আবুল কালাম

এয়ারকন্ডিশনার বা এসি ক্রেতাদের পুরো এক বছরের বিদ্যুৎ বিলের টাকা ফ্রি পাওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। দেশব্যাপী প্রতিষ্ঠানটির চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৪-এর আওতায় সৌভাগ্যবান ক্রেতারা পাচ্ছেন এমন সুবিধা। গত ১ মার্চ থেকে এই অফার চালু হয়েছে বলে জানিয়েছেন ওয়ালটনের কর্মকর্তারা। এ ছাড়া এক্সচেঞ্জ অফারের যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ২৫ শতাংশ নিশ্চিত ছাড় দেওয়া হচ্ছে।

ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি জানান, একজন গ্রাহক যদি দৈনিক সর্বোচ্চ ৬ ঘণ্টা করে এসি চালু রাখে, তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের বর্তমান মূল্য অনুযায়ী ওয়ালটনের ১ টন এসিতে বার্ষিক বিদ্যুৎ বিল আসবে প্রায় ১২ হাজার টাকা। ১.৫ টন ও ২ টনের এসিতে বার্ষিক বিদ্যুৎ বিলের পরিমাণ হবে যথাক্রমে ১৫ হাজার এবং ১৮ হাজার টাকা। এই হিসাবের চেয়েও বাড়তি অর্থ দেওয়া হচ্ছে ক্রেতাদের।

 

মন্তব্য