kalerkantho

করপোরেট কর্নার

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেকরপোরেট কর্নার

আইএফআইসি ব্যাংক : আইএফআইসি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত হলো নবজাতকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। সম্প্রতি পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নবজাতকদের মা-বাবার হাতে উপহার তুলে দেওয়া হয়। এ সময় ব্যাংকের এমডি ও সিইও শাহ এ সারওয়ার উপস্থিত ছিলেন


স্ট্যান্ডার্ড ব্যাংক : স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৮তম সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলমসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।


যমুনা ব্যাংক : যমুনা ব্যাংক ও স্কয়ার হাসপাতাল ঢাকার মধ্যে সম্প্রতি একটি করপোরেট সমঝোতা চুক্তি হয়েছে। স্কয়ার হাসপাতালের প্রধান কার্যালয়ে যমুনা ব্যাংকের ডিএমডি এ কে এম সাইফুদ্দীন আহমেদ ও হাসপাতালের সিএও এসাম ইবনে ইউসুফ সিদ্দিক চুক্তিতে স্বাক্ষর করেন


ইডটকো : রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ইডটকো গ্রুপের চেয়ারম্যান দাতুক আজ্জাত কামালুদিনের মধ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন ইডটকো গ্রুপের পরিচালক দাতুক ডা. নিক রামলাহ মাহমুদ; গ্রুপ সিইও সুরেশ সিধু; ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরী; ইডটকোর গ্রুপ ডিরেক্টর আজিজুল আব্দুল রহমান এবং ইডটকো বাংলাদেশের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স সাইফুল আলম। সংবাদ বিজ্ঞপ্তি।


মার্কেন্টাইল ব্যাংক : মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি ফরট্রেস ডাটা সার্ভিসেসের সঙ্গে টেমেনস টি২৪-এর সর্বাধুনিক ডাটা প্ল্যাটফর্ম R18 TAFJ ভার্সনে রিইমপ্লিমেন্টেশনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন


নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স : নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কম্পানির শাখা ব্যবস্থাপকদের বার্ষিক সম্মেলন-২০১৯ সম্প্রতি চেয়ারম্যান আবদুল মতিনের সভাপতিত্বে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় কম্পানির পরিচালক আবদুস সামাদ, নাসির উদ্দীন, এস এম আইয়ুব আলী চৌধুরীসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।


ইয়ামাহা : এসিআই মোটরস-ইয়ামাহা দেশে নিয়ে এলো স্পোর্টস লুক স্কুটারের রে জেড আর স্ট্রিট র‌্যালি। এই স্কুটারটির ডিজাইন করা হয়েছে পুরুষ এবং মহিলা উভয় রাইডারের কথা চিন্তা করে। বর্তমানে সারা দেশে এসিআই মোটরসের ৩৯টিরও বেশি থ্রি এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট এবং দুটি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য