kalerkantho


জেমিনী সি ফুডের ১৫% বোনাস শেয়ার অনুমোদন

বাণিজ্য ডেস্ক   

১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০জেমিনী সি ফুডের ১৫% বোনাস শেয়ার অনুমোদন

জেমিনী সি ফুড : জেমিনী সি ফুডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ১৫ শতাংশ স্টক শেয়ার প্রদান অনুমোদিত হয়।

জেমিনি সি ফুডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে গত ৩০ জুন সমাপ্ত বছরে কম্পানির কার্যাবলির ওপর পরিচালকমণ্ডলীর প্রতিবেদন ও ওই সময়ে হিসাব নিরীক্ষকের নিরীক্ষিত হিসাব গ্রহণ, পরিশোধিত শেয়ারের ওপর ১৫ শতাংশ স্টক (বোনাস) শেয়ার প্রদান অনুমোদিত হয়।মন্তব্য