kalerkantho

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন স্টোনফ্লাই এসপিএর প্রেসিডেন্ট আন্দ্রেয়া টোমাট

২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই দিনের সফরে বাংলাদেশে আসছেন স্টোনফ্লাই এসপিএর প্রেসিডেন্ট আন্দ্রেয়া টোমাট

লোটো স্পোর্ট ইটালিয়া এসপিএ এবং স্টোনফ্লাই এসপিএর প্রেসিডেন্ট আন্দ্রেয়া টোমাট দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। এই সফরে তিনি বাংলাদেশে লোটোর ব্যাবসায়িক পার্টনার ও কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। সবার সঙ্গেই তিনি বাংলাদেশে ফুটওয়্যার ও অ্যাপারেলস ব্যবসার সফলতা এবং এর সম্ভাব্য বাজার বৃদ্ধিকরণ বিষয়ে কথা বলবেন। আন্দ্রেয়া টোমাট সব সময় নতুন এবং ভিন্ন ধারার সব ডিজাইনের উদ্ভাবন নিয়ে কাজ করতে পছন্দ করেন। বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে তাঁর যথেষ্ট ভূমিকা রয়েছে।

মন্তব্য