kalerkantho


সামিটিভেজ হাসপাতালে এসসিবির কার্ডে ১০% ছাড়

বাণিজ্য ডেস্ক   

১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০থাইল্যান্ডের সামিটিভেজ সুখুমভিত ও সামিটিভেজ শ্রীনাকারিন হসপিটালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) ক্রেডিট ও ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডহোল্ডাররা নির্দিষ্ট মেডিক্যাল ইনভেস্টিগেশনস, ওষুধ ও কেবিন ভাড়ার সঙ্গে বিশেষ সেবার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সামিটিভেজ হসপিটালের বাংলাদেশ প্রতিনিধি আই-বিজনেস হোল্ডিংস লিমিটেডের (আইবিএইচএল) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের রিটেইল প্রডাক্টস অ্যান্ড সেগমেন্টের হেড মো. মাহিউল ইসলাম, রিওয়ার্ডস অ্যান্ড অ্যালায়েন্সেসের ডিরেক্টর রাজিমুল হক রাজিম, আইবিএইচএলের সিইও ড. এম আই আমিন, ম্যানেজিং ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মন্তব্য