kalerkantho

টিআইএম’র সিইও অ্যামোস গেনিসকে পদচ্যুত

১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিআইএম’র সিইও অ্যামোস গেনিসকে পদচ্যুত

ইতালির ফোন গ্রুপ টেলিকম ইতালিয়ার (টিআইএম) পরিচালনা বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যামোস গেনিসকে পদচ্যুত করেছে। কম্পানির বেশ কিছু পরিবর্তনে তাঁকে বাধা হিসেবে দেখছেন বোর্ড সদস্যরা। ফলে পরিচালকদের সঙ্গে বিতর্কের জেরে তাঁকে সরিয়ে দেওয়া হলো। মূলত বাজার পারফরম্যান্স ভালো যাচ্ছে না টিআইএমের। এমন পরিস্থিতির উত্তরণেই গত বছর গেনিসকে নিয়োগ দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তাঁকেও সরে যেতে হলো।

 

অ্যামোস গেনিস, পদচ্যুত সিইও, টিআইএম

মন্তব্য