kalerkantho


আইপেতে পেমেন্ট সুবিধা পাবে বাংলালিংক গ্রাহক

বাণিজ্য ডেস্ক   

২২ অক্টোবর, ২০১৮ ০০:০০গ্রাহকদের সহজে কেনাকাটার ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ দিতে আইপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলালিংক। চুক্তি অনুসারে বাংলালিংক ও আইপে সম্মিলিতভাবে বাংলালিংক গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল সেবার ক্রয়ের জন্য অর্থ সহজে পরিশোধের সুবিধা দেবে। এর ফলে বাংলালিংকের গ্রাহকরা আইপে ব্যবহার করে ডিজিটাল টাপ পয়েন্ট, মাই বাংলালিংক অ্যাপ ও বাংলালিংকের ওয়েবসাইটের মাধ্যমে তাদের মোবাইল ব্যালান্স রিচার্জ করতে পারবেন। এ ছাড়া আইপের মাধ্যমে বাংলালিংক ওয়ালেট রিফিলসহ ওয়েবসাইট, ই-শপ ও বাংলালিংক ওয়াক-ইন-সেন্টার থেকে বিভিন্ন পণ্য ও সেবা কেনা যাবে।

বাংলালিংকের অ্যাক্টিং চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং ও আইপে সিস্টেমস লিমিটেডের সিইও জাকারিয়া স্বপন বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন।মন্তব্য