kalerkantho


আরএফএল ইলেকট্রনিকসের পরিবেশক সম্মেলন

বাণিজ্য ডেস্ক   

১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০আরএফএল ইলেকট্রনিকসের পরিবেশক সম্মেলন

আরএফএল ইলেকট্রনিকস : আরএফএল ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গত রবিবার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পালসহ কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরএফএল ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত রবিবার অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে আরএফএল ইলেকট্রনিকসের ব্র্যান্ড ক্লিক ও ব্লেইজের বিভিন্ন পণ্য পরিবেশনের যুক্ত প্রায় ১২ শ পরিবেশক অংশগ্রহণ করেন।

আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আরএফএল ইলেকট্রনিকসের হেড অব বিজনেস (লাইট ও সার্কিট ব্রেকার) মীর হাসান সারওয়ার কবির, হেড অব বিজনেস (ফ্যান ও সুইচ) রাশেদুজ্জামান এবং হেড অব মার্কেটিং সাজ্জাদুল ইসলামসহ কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।মন্তব্য