kalerkantho


করপোরেট কর্নার

১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০করপোরেট কর্নার

মধুমতি ব্যাংক : মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির ৭৭তম সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি। উপস্থিত ছিলেন কমিটির সদস্য শারমীন গ্রুপের এমডি মোহাম্মদ ইসমাইল হোসেন, লা-বীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, মোনা ফিন্যানশিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজের পরিচালক আহসানুল ইসলাম টিটু, বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির, আনোয়ার জুট স্পিনিং মিলসের ভাইস চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম

সুইফট : বাংলাদেশে সুইফটের সদস্য এবং ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর অষ্টম আন্ত নির্বাহী কমিটির সভা সম্প্রতি ব্যাংক এশিয়ার করপোরেট অফিসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে সুইফটের সদস্য ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর কমিটি চেয়ারম্যান এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ৪০টির অধিক ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন

বিডি ফাইন্যান্স : বিডি ফাইন্যান্সের ত্রৈমাসিক ব্যাবসায়িক পর্যালোচনাসভা সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কম্পানির এমডি ও সিইও তারিক মোর্শেদ। ডিএমডি মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি ও সিইও মো. মাহবুব উল আলম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়াসের পৃষ্ঠপোষক দিলশাদ নাহার আজিজের কাছে ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় কেন্দ্রীয় প্রয়াসের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, বিএসপি, এসজিপি, এএফডাব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

আল-আরাফাহ্ : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আয়োজিত ‘আরএমজি ফাইন্যান্সিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন

আইএফআইসি : আইএফআইসি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে একটি চিত্রাঙ্কন উৎসবের আয়োজন করে। ঢাকায় আইএফআইসি টাওয়ারে এ উৎসবে ব্যাংকের এমডি ও সিইও শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট ও উপহার তুলে দেন। ব্যাংকের ডিএমডি এম এম হাইকেল হাশমী, শাহ মো. মঈনউদ্দিন ও নুরুল হাসনাত উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য