kalerkantho


পাবনায় এসএমই ব্যাংকিং কর্মশালা

পাবনা প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০পাবনায় এসএমই ব্যাংকি বিষয়ে দুই দিনের কর্মশালা শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে পাবনা সোনালী ব্যাংকের হলরুমে এই কর্মশালা শুরু হয়। কর্মশালায় পাবনা শহরের ৩৩টি ব্যাংকের শাখা প্রধান, চেম্বার, বিসিক, নাসিব, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন অংশ নেন। আজ সোমবার কর্মশালাটি শেষ হবে।

বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের সহায়তায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত এই কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান। অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সলিমউল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশন মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, সোনালী ব্যাংকের ডিজিএম মো. আব্দুস সামাদ আজাদ, পাবনা চেম্বার পরিচালক ও ক্যাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারিং গ্রুপের সভাপতি মনির হোসেন পপি, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, নাসিব পাবনার সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম হারাউল, পাবনা সাইথ ইষ্ট ব্যাংকের ম্যানেজার আলী হায়দার চৌধুরী প্রমুখ।মন্তব্য