kalerkantho


শুরু হলো ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের তৃতীয় পর্ব

বাণিজ্য ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের তৃতীয় পর্ব (সিজন-৩) শুরু হয়েছে। চলতি মাসের প্রথম দিন থেকে দেশব্যাপী শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন নতুন গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজ, এলইডি টিভিসহ অসংখ্য পণ্য ফ্রি। পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক।

অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানে এই ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। চলতি বছরে এর আগেও দুই দফা চলেছে এ ক্যাম্পেইন। এপ্রিল থেকে জুন পর্যন্ত চলেছে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১ এবং জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত চলেছে সিজন-২। দুটি সিজনেই ভালো সাড়া পাওয়ায় এবার ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-৩ শুরু করেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে প্রতিবার ফ্রিজ, টিভি ও এসি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা ফিরতি এসএমএসে পেতে পারেন নতুন গাড়ি, মোটরসাইকেল, ফ্রি পণ্য অথবা ক্যাশব্যাক। গত ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২-এও পণ্য কিনে নতুন গাড়ি পেয়েছেন পাঁচজন ক্রেতা।মন্তব্য