kalerkantho


আরএফএলের পৃষ্ঠপোষকতায় সুলতান উৎসব

বাণিজ্য ডেস্ক   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০আরএফএলের পৃষ্ঠপোষকতায় সুলতান উৎসব

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হচ্ছে। আজ বুধবার বিকেলে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত।

এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। এ ছাড়া পাওয়ার্ড বাই হিসেবে থাকছে রেইনবো পেইন্টস। উৎসবের কর্মসূচির মধ্যে থাকছে চিত্র প্রদর্শনী, শিশুশিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 মন্তব্য