kalerkantho


জাতীয় শোক দিবসে সোনালী ব্যাংকের বিভিন্ন কর্মসূচি পালন

বাণিজ্য ডেস্ক   

১৬ আগস্ট, ২০১৮ ০০:০০১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সোনালী ব্যাংক বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক, ব্যাংকের সিইও ও এমডি মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ডিএমডি, জিএমসহ ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সোনালী ব্যাংক ভবনের স্থানীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।মন্তব্য