kalerkantho


করপোরেট কর্নার

২২ জুলাই, ২০১৮ ০০:০০করপোরেট কর্নার

ওয়ালটন : ওয়ালটন ফ্যানের ডিজিটাল ক্যাম্পেইনে মাহবুব শামীম শাওনের হাতে নতুন মোটরসাইকেলের চাবি তুলে দেন ওয়ালটনের কর্মকর্তারা

ন্যাশনাল ব্যাংক : ন্যাশনাল ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধানদের অংশগ্রহণে অর্ধবার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০১৮ গতকাল কুয়াকাটায় সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি চৌধুরী মোসতাক আহমেদ এতে সভাপতিত্ব করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

রুচি : ঈদুল ফিতরে নিজ এলাকার অদেখা সৌন্দর্যকে দেখা ও জানার আহ্বানে রুচি আয়োজন করে বিউটিগ্রাম প্রতিযোগিতা। গত শুক্রবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আলোকচিত্রী শংকর সাওজাল, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিওও জাকির ইবনে হাই ও হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ। সংবাদ বিজ্ঞপ্তি।

এসবিএসি : সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মো. গোলাম ফারুক এতে সভাপতিত্ব করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এক্সিম ব্যাংক : ২০১৮ সালের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ ও বছরের বাকি সময়ের জন্য ব্যাবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংক গতকাল অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে। সোনারগাঁও হোটেলে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সংবাদ বিজ্ঞপ্তি।

কনকর্ড : কনকর্ড এন্টারটেইনমেন্ট কম্পানি এবং দি সিটি ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় সিটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঢাকার বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, রিসোর্ট আটলানটিস এবং চট্টগ্রামের ফয়’স লেক কমপ্লেক্স ও ফয়’স লেক রিসোর্টে প্রবেশ ও বিনোদনের ক্ষেত্রে আগামী এক বছর বিশেষ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এসিআই মোটরস : এসিআই মোটরস সম্মাননা দিল বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ক্রিকেট টিমের জাহানারা আলমকে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউ রেভ দ্য হার্ট অব দ্য ন্যাশন অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি ইয়ামাহা ফ্যাসিনো স্কুটার। তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে এই অনুষ্ঠানে এসিআই মোটরসের এমডি ড. এফএইচ আনসারীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এবি ব্যাংক : এবি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে ব্যাংকের ফ্রন্টডেস্ক অফিসারদের জন্য একটি ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ডিএমডি ও এইচআরএমডি প্রধান শামসিয়া আই মুতাসিম। এ সময় ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য