kalerkantho


শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ডধারীরা সিঙ্গাপুর হেলথ সার্ভিসে ছাড় পাবেন

বাণিজ্য ডেস্ক   

১৭ জুলাই, ২০১৮ ০০:০০শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ডধারীরা সিঙ্গাপুর হেলথ সার্ভিস বাংলাদেশের প্রতিনিধি মেডিকনসাল্টের মাধ্যমে বিশেষ সেবা ও ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এ লক্ষ্যে সিঙ্গাপুর হেলথ সার্ভিস বাংলাদেশের প্রতিনিধি মেডিকনসাল্ট অ্যাসোসিয়েট ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ডধারীরা সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর, ন্যাশনাল হার্ট সেন্টার সিঙ্গাপুর, ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট সিঙ্গাপুর, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে বিশেষ সেবা ও ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি ফরমান আর চৌধুরীর উপস্থিতিতে ব্যাংকের ডিএমডি এম আখতার হোসেন এবং মেডিকনসাল্ট অ্যাসোসিয়েটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি এম শহীদুল ইসলাম, ডিএমডি মো. শাহ্জাহান সিরাজ, আব্দুল আজিজ, মুশতাক আহেমদ, মিয়া কামরুল হাসান চৌধুরী, এসইভিপি মো. নাজিমউদ্দৌলা, ডা. চং টিটি, ভাছকুলার সার্জন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, ওয়েন, সিনিয়র কো-অর্ডিনেটর, সিংহেলথ গ্রুপ, সিঙ্গাপুর, রিয়াদ কবির, ব্যবস্থাপক, পেশেন্ট কেয়ার অ্যান্ড ভিসা অ্যাসিসট্যান্স, মেডিকনসাল্টসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্তব্য