kalerkantho


আমরা খুব দ্রুতই স্থায়ী সিইও নিয়োগ দিতে যাচ্ছি

১৭ জুলাই, ২০১৮ ০০:০০আমরা খুব দ্রুতই স্থায়ী সিইও নিয়োগ দিতে যাচ্ছি

পদত্যাগ করেছেন ট্রাভেল এজেন্টগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল কংগ্রেস অ্যান্ড কনভেনশন অ্যাসোসিয়েশনের (আইসিসিএ) সিইও মারটিন সার্ক। এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে সংগঠনের প্রেসিডেন্ট নিনা ফ্রেসেন-প্রেটোরিয়াস এক বিবৃতিতে সদস্যদের বলেন, আমরা খুব দ্রুতই স্থায়ী সিইও নিয়োগ দিতে যাচ্ছি। তবে আপাতত অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন ডেনিস স্পিট। তাঁর কর্মকাণ্ডের ওপর বোর্ডের আস্থা রয়েছে।

 

নিনা ফ্রেসেন-প্রেটোরিয়াস

প্রেসিডেন্ট, আইসিসিএমন্তব্য