kalerkantho


সিআইএস-বিসিসিআই প্রতিনিধিরা যোগ দিলেন এসপিআইইএফ সম্মেলনে

নিজস্ব প্রতিবেদক   

২৫ মে, ২০১৮ ০০:০০সিআইএস-বিসিসিআই প্রতিনিধিরা যোগ দিলেন এসপিআইইএফ সম্মেলনে

এসপিআইইএফ সম্মেলনে অংশ নিতে গেছেন সিআইএস-বিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। চেম্বারের প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ ডনের নেতৃত্বে সফরে আরো অংশ নিচ্ছেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীন, পরিচালক মাহবুব ইসলাম রুনু, সাধারণ সদস্য শেখ ফয়েজ আলম এবং আব্দুল লতিফ সরকার

‘সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম (এসপিআইইএফ)-২০১৮’ সম্মেলনে যোগ দিতে রাশিয়া গেছেন কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিআইএস-বিসিসিআই) ব্যবসায়ী প্রতিনিধিদল। চেম্বারের প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ ডনের নেতৃত্বে সফরে আরো অংশ নিচ্ছেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী দ্বীন, পরিচালক মাহবুব ইসলাম রুনু, সাধারণ সদস্য শেখ ফয়েজ আলম এবং আব্দুল লতিফ সরকার।

গত বুধবার এমিরেটস এয়ারলাইনসে প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করে। এসপিআইইএফের অর্গানাইজিং কমিটির আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার থেকে ২৬ মে পর্যন্ত সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এ সম্মেলনে যোগ দেন সিআইএস-বিসিসিআইয়ের সদস্যরা। বাংলাদেশ থেকে প্রতিবছর সিআইএস-বিসিসিআইয়ের প্রতিনিধিদল এ ফোরামে অংশগ্রহণ করে আসছে, যেখানে বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে প্রায় ১৪ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। চলতি বছরও এ সম্মেলনে সারা বিশ্ব থেকে বিপুলসংখ্যক সরকারি, বেসরকারি ও ব্যবসায়ী নেতা অংশগ্রহণ করবেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী।মন্তব্য