kalerkantho


স্যামসাংয়ের গ্যালাক্সি এস৯+ স্মার্টফোন বাজারে

নিজস্ব প্রতিবেদক   

৯ মার্চ, ২০১৮ ০০:০০ব্যান্ডদল মাইলসের শাফিন আহমেদের কনসার্ট এবং একদল প্রফেশনাল ড্যান্সারের পারফরম্যান্সের মধ্য দিয়ে গ্যালাক্সি এস৯+ মডেলের মোবাইল ফোনসেট বাজারে আনল স্যামসাং বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুড়িলসংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে এই হ্যান্ডসেটটির উদ্বোধনী অনুষ্ঠানের ইভেন্ট আয়োজনে ছিল উইক্রিয়েট লিমিটেড।

স্যামসাং বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার তাহসিনা রাফা বলেন, ‘বৈশ্বিকভাবে স্যামসাং গ্যালাক্সি এস৯+ উদ্বোধনের কয়েক দিনের মাথায় বাংলাদেশেও আমরা এটি উদ্বোধন করলাম। এটা একটি বড় বিষয় আমাদের জন্য। গত ২৫ ফেব্রুয়ারি বেলজিয়ামের ব্রাসেলসের এমডাব্লিউসিতে বৈশ্বিকভাবে গ্যালাক্সি এস৯+ ফোনসেটের উদ্বোধন করা হয়। আমরা আগামীকাল শুক্রবার থেকেই এই ফোনের প্রি বুকিং নিতে শুরু করব।’

উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের এমডি স্যাংওয়ান ইউন, জিএম ইয়াং উ লি, হেড অব মোবাইল মূয়ীদুর রহমান, ফেয়ার ডিস্ট্রিবিউশনের এমডি রুহুল আলম আল মাহবুব, গ্রামীণফোনের ডেপুটি চিফ এক্সিকিউটিভ এবং চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান, হেড অব প্রডাক্ট সৌরভ প্রকাশ খারে, ডেপুটি ডিরেক্টর ও হেড অব ডিভাইস সরদার শওকত আলী প্রমুখ

 মন্তব্য