kalerkantho


খুলনায় ৩৬৫৬ কোটি টাকা ঋণ দেবে আশা

বাণিজ্য ডেস্ক   

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০খুলনায় ৩৬৫৬ কোটি টাকা ঋণ দেবে আশা

চলতি অর্থবছরে খুলনা বিভাগে আশা ৩ হাজার ৬৫৬ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। গতকাল যশোরে অনুষ্ঠিত আশার বিভাগীয় সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।

খুলনা বিভাগে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৫ লাখ জন ঋণগ্রহিতার মাঝে আশা ১ হাজার ৭৪৪ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। ঋণ কার্যক্রমের পাশাপাশি সংস্থার নন-ফিন্যানশিয়াল কার্যক্রম যেমন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, স্যানিটেশন ফিজিওথেরাপি, চিকিৎসা সহায়তা জোরদার করা হবে বলে সভায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশার সিনিয়র ডেপুটি প্রেসিডেন্ট এম আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফয়জার রহমান (অপারেশন) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হিসাব) মো. তৌফিকুল ইসলাম চৌধুরী।মন্তব্য