kalerkantho


এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তনের চতুর্থ বর্ষপূর্তি

নিজস্ব প্রতিবেদক   

১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তনের চতুর্থ বর্ষপূর্তি

ব্যাংক এশিয়া : বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আযম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরদার আক্তার হামেদ এবং ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. আহসান উল আলম উপস্থিত ছিলেন

এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তনের চতুর্থ বর্ষপূর্তি উদ্‌যাপন করল বেসরকারি খাতের অন্যতম বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া। গতকাল বুধবার দেশের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তিত স্থান মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ভবানীপুর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে দিনটিকে এজেন্ট ব্যাংকিং দিবস হিসেবে পালন করে ব্যাংক এশিয়া।

দিনটি উদ্‌যাপন অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আযম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরদার আক্তার হামেদ এবং ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. আহসান উল আলম উপস্থিত ছিলেন। এ সময় কেক কেটে এবং প্রথম এজেন্ট পয়েন্টটি ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।মন্তব্য