kalerkantho

চীনের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনের সফররত ব্যবসায়ীদের বাংলাদেশ সরকারের দেওয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশন (এফবিসিসিআই)। বিনিয়োগকারী আর বিনিয়োগকৃত অর্থের মূলধনসহ লভ্যাংশও কোনো রকম সমস্যা ছাড়া তার দেশে নিয়ে যেতে পারে।

সংগঠনের নেতারা আরো বলেন, বস্ত্র, ওষুধ, অটোমোবাইল, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ২০২১ সালে মধ্য আয়ের দেশে উন্নীত হচ্ছে। ফলে মানুষের ক্রয়ক্ষমতাও বাড়ার পাশাপাশি বিশাল জনগোষ্ঠীর একটি বড় বাজার রয়েছে এখানে। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার সময় তারা এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। গতকাল সোমবার এফবিসিসিআই সম্মেলনকক্ষে চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনালের (সিসিপিআইটি) পরিচালক জোও জিয়া। এফবিসিসিআই সভাপতি বলেন, সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা ট্যাক্স হলিডে, করপোরেট কর সুবিধা গ্রহণ করে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে চীনের ব্যবসায়ীরা।

মন্তব্য