kalerkantho

টানা মূল্যপতন পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক   

১১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটানা পঞ্চম দিনের মতো দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। গত বৃহস্পতিবার থেকে এ ধারা অব্যাহত রয়েছে।

গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৩০ লাখ টাকা। আর সূচক কমেছে ২৬ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ১২ লাখ টাকা। আর সূচক কমেছিল ১২ পয়েন্ট। দিন শেষে সূচক দাঁড়িয়েছে ছয় হাজার ১৭২ পয়েন্ট।

ডিএস-৩০ মূল্যসূচক ৯.২৮ পয়েন্ট কমে দুই হাজার ২৫৩ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩৩৫টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ টাকা। আর সূচক কমেছে ৫০ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ৭৩ লাখ টাকা। আর সূচক কমেছিল ৩১ পয়েন্ট। গতকাল লেনদেন হওয়া ২৩৬টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কম্পানির শেয়ারের দাম।

মন্তব্য