kalerkantho

এনভিদিয়ার প্রযুক্তি

১১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএনভিদিয়ার প্রযুক্তি

 

স্বচালিত গাড়ি নির্মাণে উবার ও  ফোকসভাগেনের সঙ্গে অংশীদার হচ্ছে এনভিদিয়া করপোরেশন। আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। কম্পানিটি দীর্ঘদিন থেকে স্বচালিত গাড়ির প্রযুক্তি নিয়েও কাজ করছে। এ নিয়ে এনভিদিয়ার সিইও জেনসেন হুয়াং লাস ভেগাসে শুরু হওয়া সিইএস প্রযুক্তি সম্মেলনে বলেন, উবার যে স্বচালিত গাড়ি নির্মাণ করছে তাতে এনভিদিয়ার প্রযুক্তি ব্যবহার করবে।

জেনসেন হুয়াং

সিইও, এনভিদিয়া

মন্তব্য