kalerkantho


পেট্রাপোলে ধর্মঘট

বেনাপোল বন্দরে বাণিজ্য বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০বেনাপোল বন্দর দিয়ে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে। ভারতের পেট্রাপোল বন্দরে কাস্টমসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে সে দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন এই ধর্মঘটের ডাক দেয়। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আমদানি-রপ্তানি বাণিজ্যে ভারতের পেট্রাপোল কাস্টমসের ঘুষসহ নানা অনিয়ম হচ্ছিল। বিষয়টি নিরসনে সেখানকার ব্যবসায়ীরা কাস্টমসকে অনুরোধ করলেও কাস্টমস অভিযোগ পাত্তা দেয়নি। তাই বাধ্য হয়ে তারা ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে বেনাপোল-পেট্রাপোল রুটে সব ধরনের পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টমস স্পেশাল গ্রুপের সুপারিনটেনডেন্ট গোলাম মুর্তজা জানান, ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের কারণে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠা-নামা, খালাশ স্বাভাবিক রয়েছে।

তিনি আরো জানান, এই বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা রয়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক। তবে মাছ, পেঁয়াজ, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে বিভিন্ন শিল্প-কলকারখানা ও গার্মেন্টসশিল্পের কাঁচামাল আটকে থাকায় বিপাকে পড়েছে তারা। বিষয়টি দ্রুত সমাধান না করলে ব্যবসায়ীদের অর্থনৈতিক লোকসানের আশঙ্কা রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ১২ কোটি টাকার রাজস্ব আয় হয় সরকারের।মন্তব্য