kalerkantho


ইউএইভিত্তিক প্রসাধন ও খাদ্যপণ্য প্রতিষ্ঠান আইসিপির যাত্রা শুরু

বাণিজ্য ডেস্ক   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ইউএইভিত্তিক প্রসাধন ও খাদ্যপণ্য প্রতিষ্ঠান আইসিপির যাত্রা শুরু

বাজারে এলো প্রসাধনী এবং খাদ্যপণ্য উৎপাদনকারী ইউএইভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনজ্যুমার প্রডাক্টস-আইসিপি। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বমানের পণ্য উৎপাদন ও সরবরাহের মাধ্যমে জীবনমানের উন্নয়নই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য।

এ দেশে বেড়ে চলেছে খাদ্যপণ্যজনিত নানা ধরনের রোগ, অপুষ্টি এবং স্থূলতা সমস্যা। এ ছাড়া ব্যক্তিগত পরিচর্যার পণ্যে রয়েছে নানা ধরনের রাসায়নিক ঝুঁকির আশঙ্কা। এই অবস্থায় আইসিপি দিচ্ছে সুস্থ এবং আনন্দময় জীবনের প্রতিশ্রুতি।

প্রাত্যহিক স্বাস্থ্য সুরক্ষায় এবং রসনাবিলাসে আইসিপি নিয়ে এসেছে মানসম্পন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। যার মধ্যে রয়েছে ওয়াও ইনস্ট্যান্ট নুডলস, আনমোল চিনিগুঁড়া চাল এবং সরিষার তেল, দুধ এবং ম্যাঙ্গো ফ্লেভারের সেলফি ক্যান্ডি।

উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে সৌন্দর্যবর্ধন এবং ব্যক্তিগত যত্নে বায়োটিক ন্যাচারাল ফেসওয়াশ, চুলের যত্নে শ্যাম্পু এবং নারিকেল তেল। দাঁতের সুরক্ষায় মিরাকেল প্লাস টুথ পাউডার। আছে মিরাকেল প্লাস কুলিং অয়েল, যা মাথা রাখে ঠাণ্ডা।মন্তব্য