kalerkantho


কর্পোরেট কর্নার

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০কর্পোরেট কর্নার

আইপে সিস্টেমস : আইপে সিস্টেমস গুলশান-১ এভিনিউয়ের আইপে অফিসে তার অপারেশন শুরুর ঘোষণা দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহিদুল আহসান, প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন 

নিউজিল্যান্ড ডেইরি : ডিপ্লোমা ফুলক্রিম মিল্ক পাউডারের সৌজন্যে সম্প্রতি সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘ডিপ্লোমা ডেলিশাস ডেজার্ট ২০১৭’। জেলাভিত্তিক এই অনুষ্ঠানের এটি ছিল ১৩তম পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নওশীন, রন্ধনশিল্পী ও পুষ্টিবিদ কল্পনা রহমান, নিউজিল্যান্ড ডেইরি প্রডাক্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার প্রমুখ 

লংকাবাংলা : লংকাবাংলা সম্প্রতি দেশের উত্তরাঞ্চলের পশ্চাৎপদ নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে দিনাজপুরে বাইসাইকেল বিতরণ করেছে। লংকাবাংলা ফাইন্যান্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ রিস্ক অফিসার মোহাম্মদ কামরুল হাসান, এফসিএ এবং দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রানিপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আজমের উপস্থিতিতে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় 

প্রাইম ব্যাংক : প্রাইম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের জন্য ‘ইন্টিগ্রিটি অ্যান্ড এথিক্স’ শীর্ষক সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (সিও-আইসিসি ও জিবি) হাবিবুর রহমান। এ সময় ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান এসইভিপি মো. আনোয়ারুল ইসলাম এবং এইচআর-টিডিসির প্রধান এসভিপি কামরুজ্জামান খায়রুল কবিরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন 

এরিস্টোফার্মা : ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এরিস্টোফার্মার ২০১৭ সালের বার্ষিক বিক্রয় সম্মেলন সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে। এরিস্টোফার্মা বর্তমানে বাংলাদেশের সামগ্রিক ওষুধের বাজারের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এবং অফথালমিক মার্কেটে প্রথম অবস্থানে আছে। দেশীয় মার্কেট ছাড়াও কম্পানিটি বর্তমানে বিশ্বের ৫টি মহাদেশের ৩৪টি দেশে ওষুধ রপ্তানি করছে। সম্মেলনে কম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান কম্পানিকে এই অবস্থানে নিয়ে আসার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি। 

উত্তরা ব্যাংক : উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, চট্টগ্রামের নতুন কার্যালয়, হোসেন কমপ্লেক্স, ৪০৪ কার্পাসগোলা রোড, পাঁচলাইশ, চট্টগ্রামে গতকাল প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সুলতান আহমেদ, উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিম (আঞ্চলিক প্রধান চট্টগ্রাম), মো. রবিউল হাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য