kalerkantho


ব্যাংক এশিয়া উচ্চশিক্ষা বৃত্তি পেল ৬৫ জন

বাণিজ্য ডেস্ক   

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ি,  লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও চন্দ্রগঞ্জ, চাঁদপুর জেলার হাজীগঞ্জ, রুপসা ও ফরিদগঞ্জের ৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে ব্যাংক এশিয়া ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়া উচ্চশিক্ষা বৃত্তি- ২০১৭ প্রদান করা হয়েছে। ব্যাংক এশিয়া বোর্ড নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান ও ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের পরিচালক রুমি এ হোসেন গত শনিবার চাটখিল ভীমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃত্তির টাকা তুলে দেন। র্যাংগস গ্রুপের পরিচালক আমিরান হোসেন, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এ সময় উপস্থিত ছিলেন।

 মন্তব্য