kalerkantho

বিশ্ববাজারে গুঁড়া দুধের দাম কমেছে ১০ শতাংশ

বাণিজ্য ডেস্ক   

১৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্ববাজারে গুঁড়া দুধের দাম কমেছে ১০ শতাংশ

নিউজিল্যান্ড ও ইউরোপে দুধ উৎপাদন বাড়লেও চাহিদা কমেছে বিশ্ববাজারে। ফলে দুগ্ধপণ্যের দাম কমছে আন্তর্জাতিক বাজারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, নভেম্বরে বিশ্ববাজারে দুগ্ধপণ্যের দাম কমেছে ৪.৯ শতাংশ। বাজারসংশ্লিষ্টরা জানান, এ মৌসুমে বিশ্ববাজারে আরেক দফা কমবে দুগ্ধপণ্যের দাম।

নিউজিল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফন্টেরা জানায়, ইউরোপে দুধের উৎপাদন বাড়লেও বিশ্বাবজারে চাহিদা কম। গত চার মাসে গুঁড়া দুধের দাম কমেছে ১০ শতাংশ। প্রতিষ্ঠানটি অগ্রিম বাজারে দুধের দাম ৩৫ সেন্ট কমিয়ে প্রতি কেজি ৬.৪০ ডলার করেছে। তবে দুধের দাম কমে যাওয়াকে দুঃসংবাদ বলছেন বিশ্লেষকরা। তাঁদের মতে এতে দুধ উৎপাদনকারীরা ন্যায্যমূল্য পাবে না, ফলে তারা দুধ উৎপাদনে নিরুৎসাহিত হবে।

অ্যাগ্রিএইচকিউর বিশ্লেষক সুসান কিলসবি বলেন, এটিকে একটি ভালো মৌসুম বলা যায় না, দুধের দাম বাড়লে কৃষকরা উৎপাদন কমাবে। এতে পরবর্তী সময় আবার দাম বেড়ে যাবে। তিনি বলেন, এরই মধ্যে অনেক কৃষক বড় অঙ্কের ঋণ করে দুধ উৎপাদনে বিনিয়োগ করেছে, তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে গত নভেম্বরে আন্তর্জাতিক বাজারে সার্বিকভাবে খাদ্যপণ্যের দাম কমেছে। এফএওর খাদ্যসূচক ০.৫ শতাংশ কমে গত নভেম্বরে হয় ১৭৫.৮ পয়েন্ট। যদিও তা এক বছর আগের একই সময়ের তুলনায় ২.৩ শতাংশ বেশি। আগের মাস অক্টোবরেও খাদ্যপণ্যের দাম ১.৩ শতাংশ কমেছিল। সংস্থা জানায়, চিনি ও ভোজ্য তেলের দাম বাড়লেও দুগ্ধপণ্যের দাম কমায় সার্বিকভাবে স্থিতিশীল এ বাজার। আরএনজেড।

মন্তব্য