kalerkantho


মুনাফা কমেছে পিডাব্লিউসির

১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০মুনাফা কমেছে পিডাব্লিউসির

মুনাফা কমেছে লন্ডনভিত্তিক প্রফেশনাল সেবাদাতা প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউস কুপারসের (পিডাব্লিউসি)। জুনে শেষ হওয়া বছরে যুক্তরাজ্যে কম্পানির মুনাফা কমেছে ১ শতাংশ, যদিও গড়ে নির্বাহী মুনাফা কমেছে ৮ শতাংশ। কম্পানির চেয়ারম্যান ও সিনিয়র অংশীদার কেভিন এলিস বলেন, ‘বছরজুড়ে আমাদের পারফরম্যান্স ভালো ছিল, তবে বাইরের কিছু ক্ষতিকর প্রভাব আমাদের ভোগ করতে হচ্ছে। তার অন্যতম ব্রেক্সিট।’

 

কেভিন এলিস

চেয়ারম্যান, পিডাব্লিউসিমন্তব্য