kalerkantho


বিদেশি পর্যটকবাহী জাহাজ সুন্দরবনে

মোংলা প্রতিনিধি   

২ মার্চ, ২০১৭ ০০:০০বিদেশি পর্যটকবাহী বিলাসবহুল ভ্রমণতরী এমভি সিলভার ডিসকভারার সুন্দরবনের গহীন অরণ্যে অবস্থান করছে। গতকাল বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে পর্যটকবাহী ভ্রমণতরীটি বন্দরের ৮ নং জেটিতে ভেড়ার পর সেখানে ঘণ্টা দুয়েক অবস্থান করে। পরে সেটি বন্দর জেটি ত্যাগ করে পশুর নদের বেসক্রিক ৮-এ অবস্থান করে।

বিদেশি বেসরকারি ট্যুর অপারেটর জার্নি প্লাসের উদ্যোগে আসা ভ্রমণতরীতে অবস্থানরত বাংলাদেশি মোংলা বন্দরের পাইলট (নদীপথে পথ নির্দেশক) মো. বেলাল হোসেন জানান, জাহাজটি বুধবার রাত ৯টা পর্যন্ত পশুর চ্যানেলের বেসক্রিক ৮-এ অবস্থান করবে।

এরপর সুন্দরবনের গহিন অরণ্যের কাকাবগার উদ্দেশে বেসক্রিক ত্যাগ করবে। কোকিলমণি হয়ে হিরণ পয়েন্টের উদ্দেশে যাত্রা করবে। জাহাজটিতে ১০টি দেশের ৬৭ জন বিদেশি পর্যটক রয়েছে।মন্তব্য