kalerkantho


শিল্প স্থাপনের প্রস্তাব ইন্দোনেশিয়ার

নিজস্ব প্রতিবেদক   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সিমেন্ট, কনস্ট্রাকশন ও প্লাস্টিক কাঁচামাল উৎপাদনে যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার সাবেক ভাইস মিনিস্টার মাহেন্দ্র সিরেগার। শিল্পমন্ত্রী তাঁর এ প্রস্তাবকে স্বাগত জানান। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে মাহেন্দ্র সিরেগার এ আগ্রহ প্রকাশ করেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ এবং বিসিআইসির পরিচালক (পরি: ও বাস্ত:) মো. লুৎফর রহমানসহ ইন্দোনেশিয়ার প্রতিনিধিদল উপস্থিত ছিল। বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, বিসিআইসিতে সিমেন্ট, পেপারসহ শিল্পকারখানা স্থাপনের জন্য অনেক খালি জায়গা রয়েছে। এ খালি জায়গায় সিমেন্ট, পেপার ও শিল্পকারখানা স্থাপন করা যেতে পারে। বাংলাদেশে শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে ইকোনমিক জোন রয়েছে। এ সুবিধা গ্রহণ করা যেতে পারে বলে প্রতিনিধিদলকে অবগত করেন।মন্তব্য