kalerkantho


বিকাশের প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

বাণিজ্য ডেস্ক   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ সফরে আসা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ড. জিম ইয়ং কিম। গত সোমবার বিকাশের প্রধান কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় ড. কিম বাংলাদেশের অর্থনীতির ডিজিটালাইজেশনে বিকাশের অবদান এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে এর প্রভাব-সংক্রান্ত একটি ধারণা নেন।

এ সময় প্রেসিডেন্টের সঙ্গে আরো ছিলেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পলএম রুমার, দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, আইএফসির দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক ম্যানগিসটো অ্যালেমায়েহু এবং আইএফসির বাংলাদেশ কান্ট্রি পরিচালক ওয়েন্ডি ওয়েরনার।

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বিগত ছয় বছরে বিকাশের অগ্রযাত্রার একটি বিবরণ ড. কিম এবং তাঁর সহযোগীদের কাছে তুলে ধরেন। এ সময় তিনি এ-সংক্রান্ত সরকারের গৃহীত অনুকূল নীতির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রণীত গাইডলাইনের প্রশংসা করেন।মন্তব্য