kalerkantho


সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব

বাণিজ্য ডেস্ক   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব

সম্প্রতি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের পরিচালক মোহাম্মদ শোয়েবকে চেয়ারম্যান ও তাবাসসুম কায়সারকে ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করা হয়।

মোহাম্মদ শোয়েব দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। তিনি বেশ কয়েকটি কম্পানির পরিচালক। যেমন—রংধনু স্পিনিং মিলস, ফিনিক্স স্পিনিং মিল, ফিনিক্স টেক্সটাইল মিলস। তিনি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান। তিনি এর আগে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। সিটি ব্যাংকের অনলাইন ব্যাংকিং সার্ভিস ও ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড প্রচলনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।

তাবাসসুম কায়সার ২০০২ সালে সিটি ব্যাংকের পরিচালক পদে যোগ দেন। তিনি বর্তমানে পারটেক্স স্টার গ্রুপ এবং ফেয়ারহোম হাউজিং লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি পারটেক্স অ্যাগ্রো লিমিটেডের  চেয়ারম্যান।মন্তব্য