kalerkantho


কর্পোরেট কর্নার

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০কর্পোরেট কর্নার

মধুমতি ব্যাংকের ২১তম শাখা ময়মনসিংহের শম্ভুগঞ্জে গতকাল উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি। সংবাদ বিজ্ঞপ্তি।

 

ফেনী পৌরসভার রাজস্ব সংগ্রহের লক্ষ্যে গতকাল লিবার্টি পৌর সুপার মার্কেটে সাউথইস্ট ব্যাংকের পৌর কর কালেকশন বুথের উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিজাম উদ্দিন হাজারী


 

গবাদি পশু উন্নয়নে উচ্চতর গবেষণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সাখাওয়াত হোসেনের পাশে দাঁড়াল আল-আরাফাহ ইসলামী ব্যাংক। গতকাল ব্যাংকের এমডি মো. হাবিবুর রহমান এক লাখ টাকার চেক তুলে দেন আবু সাইদের হাতে


 

মাইক্রোট্রেড ফুড অ্যান্ড বেভারেজের ‘হট নটি’ ব্র্যান্ডের ক্রিয়েটিভ এবং ক্যাম্পেইন পরিচালনার জন্য সম্প্রতি এভিনিউ কমিউনিকেশনসের একটি সমঝোতা চুক্তি হয়েছে। মাইক্রোট্রেড ফুডের সিওও ফরহাদ আখতার এবং এভিনিউ কমিউনিকেশনসের ফিন্যান্স ডিরেক্টর আসিফুল মান্নান আসিফ চুক্তিতে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফাইন্যান্সের সঙ্গে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্প্রতি একটি ঋণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ফাইন্যান্সের এমডি সাইফুদ্দিন এম নাসের এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রেসিডেন্ট এ বি এম সিদ্দিক ও নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মাদ চুক্তিতে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য