kalerkantho


প্রযুক্তি খাতে ৪৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০প্রযুক্তি খাতে ৪৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

জাপানভিত্তিক বহুজাতিক টেলিকম কম্পানি সফটব্যাংক গ্রুপ করপোরেশন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাতে ৪৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। দেশটিতে ক্রমান্বয়ে পরবর্তী এক দশকে এ অর্থ বিনিয়োগ করা হবে। সম্প্রতি ওয়ালস্ট্রিট জার্নালকে এক সাক্ষাৎকারে সফটব্যাংকের সিইও ম্যাসাওশি সন বিনিয়োগের এ পরিকল্পনার কথা জানান।

 

ম্যাসাওশি সন

সিইও, সফটব্যাংক গ্রুপমন্তব্য