kalerkantho


বিদেশি বিনিয়োগ বেড়েছে হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০বিদেশি বিনিয়োগ বেড়েছে হাজার কোটি টাকা

মাসখানেক আগে পুঁজিবাজারে অব্যাহতভাবেই দরপতন ও লেনদেন কমছিল। আর লেনদেন ঘুরপাক খাচ্ছিল ৩০০ কোটি থেকে ৪০০ কোটির ঘরেই। সেই নিম্নমুখিতা থেকে ঊর্ধ্বমুখী হয়েছে পুঁজিবাজার। সূচক বাড়ার সঙ্গে লেনদেনও বাড়ছে। গতকাল সোমবার পুঁজিবাজারে লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি। বছরের শুরু থেকেই পুঁজিবাজারে এক ধরনের মন্দাভাব বিরাজ করলেও চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিদেশি লেনদেন বেড়েছে প্রায় এক হাজার কোটি টাকা। বাজারসংশ্লিষ্টরা বলছে, বিদেশি বিনিয়োগ পুঁজিবাজারের জন্য খুবই ইতিবাচক। যেহেতু বাজার এখন কিছুটা নিম্নমুখী, সেই সুযোগে বিদেশিরা বাজারে আকৃষ্ট হয়েছে। মৌল ভিত্তির কম্পানি দেখে বিনিয়োগ করছে। বাজারের মন্দাভাব থেকে উত্তরণের সময়ই বিদেশি বিনিয়োগকারীদের আনাগোনা বেশি হয়। ডিএসই সূত্রে জানা যায়, চলতি বছর অর্থাৎ ২০১৬ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বরে) বিদেশি লেনদেন হয়েছে ছয় হাজার ৩৯৭ কোটি এক লাখ ৯৬ হাজার ২৮১ টাকা। যার মধ্যে শেয়ার ক্রয় করেছে তিন হাজার ৪৯২ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৬৬ টাকা। আর শেয়ার বিক্রি করেছে দুই হাজার ৯০৪ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ২১৫ টাকা।

 মন্তব্য