kalerkantho


তিন খাতে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বর্তমান সরকার বিনিয়োগের যে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে, তাকে কাজে লাগিয়ে ইলেকট্রনিকস, অটোমোবাইল ও পাওয়ার প্লান্ট খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে গত ৬ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ডের বাণিজ্য প্রতিনিধিদল তাদের আগ্রহের কথা জানায়।

দক্ষিণ এশিয়ার হৃদপিণ্ডে বাংলাদেশের অবস্থান উল্লেখ করে থাইল্যান্ড বিনিয়োগ বোর্ডের ডেপুটি সেক্রেটারি জেনারেল চৌকিদি কাওয়াসাং বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে থাই সরকার কাজ করছে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম গত বছর থাইল্যান্ড থেকে ৭৪১ মিলিয়ন ডলারের আমদানির বিপরীতে রপ্তানি মাত্র ৩৯.৬২ মিলিয়ন ডলার উল্লেখ করে এই বাণিজ্য ঘাটতি কমানোর দাবি জানান। তিনি বন্দরসহ ভৌগোলিক সুবিধা এবং বিদেশি বিনিয়োগের জন্য সরকার প্রদত্ত সুযোগ কাজে লাগাতে চট্টগ্রামে নির্মাণাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের আহ্বান জানান।


মন্তব্য