kalerkantho


রামপালে ইউনেসকো প্রতিনিধি দল

বাগেরহাট প্রতিনিধি   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের ওপর কী প্রভাব পড়বে তা খতিয়ে দেখতে আসা ইউনেস্কোর প্রতিনিধিদল এখন ‘সুন্দরবন’ পরিদর্শন করছে। ইউনেস্কোর ওই প্রতিনিধিদল এরই মধ্যে রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রকল্পটি’ ঘুরে দেখেছে। গতকাল ওই প্রতিনিধিদলটি সুন্দরবনে শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী ট্যাংকার ও কয়লা বোঝাই কার্গোডুবির ঘটনাস্থল পরিদর্শন করে। সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ইউনেস্কোর ওই প্রতিনিধিদলটি শুক্রবার বিকেলে মংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে বলে প্রতিনিধিদলের সমন্বয়কারী জানান।

ইউনেসকোর প্রতিনিধিদলটি বুধবার বাগেরহাটের রামপালে বাস্তবায়নাধীন এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ উত্পাদন প্রকল্পটি পরিদর্শনে যায়। প্রতিনিধিদলের সদস্যরা সেখানে ওই প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন। এরপর ইউনেস্কোর প্রতিনিধিরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।মন্তব্য