kalerkantho


বিশ্ববাজারে চিনি ও দুগ্ধপণ্যের দাম কমেছে

বাণিজ্য ডেস্ক   

৯ মার্চ, ২০১৬ ০০:০০বছরের শুরু থেকেই নিম্নমুখী প্রবণতায় রয়েছে খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার। জানুয়ারি মাসে দাম কিছুটা কমলেও ফেব্রুয়ারিতে এসে স্থিতিশীল এ বাজার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, গত ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যসূচক ছিল ১৫০.২ পয়েন্ট। যা জানুয়ারি মাস থেকে প্রায় অপরিবর্তিত। তবে এ দাম ২০১৫ সালের ফেব্রুয়ারির চেয়ে ২৫.৬ পয়েন্ট বা ১৪.৫ শতাংশ কম।

এফএও জানায়, গত মাসে কিছু পণ্যের দাম কমেছে, কিছু পণ্যের বেড়েছে। গত মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে ৮ শতাংশ। এর বিপরীতে দুগ্ধপণ্যের দাম কমেছে ৩.১ শতাংশ। বিশ্ববাজারে দুগ্ধপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও চীনসহ বেশ কিছু দেশের আমদানি কমায় দাম পড়েছে। এর পাশাপাশি গত মাসে চিনির দাম কমেছে ৬.২ শতাংশ।

জ্বালানি তেল আর সোনার পাশাপাশি গত বছর অব্যাহতভাবে কমেছে খাদ্যপণ্যের দামও। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশে ফলন ভালো হওয়ায় সেই প্রবণতা এ বছরও অব্যাহত থাকতে পারে। এফএওর হিসাব অনুযায়ী গত জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছিল ১.৯ শতাংশ। সংস্থার মতে, বিশ্ববাজারে খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় রপ্তানি বাজারে প্রতিযোগিতা বেড়েছে, যা পণ্যের দাম কমাতে ভূমিকা রাখছে।মন্তব্য