kalerkantho


সৌদি আরবের সঙ্গে মানবিষয়ক চুক্তি

নিজস্ব প্রতিবেদক   

২ মার্চ, ২০১৬ ০০:০০বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং সৌদি আরবের জাতীয় মান সংস্থা সৌদি স্ট্যান্ডার্ডস মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশনের (সাসো) মধ্যে মানবিষয়ক দ্বিপক্ষীয় কারিগরি সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে বিএসটিআইয়ের মহাপরিচালক মো. ইকরামুল হক এবং সাসোর গভর্নর সাদ বিন ওতমান আল-কাসাবি মঙ্গলবার রিয়াদে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণযোগ্য হবে। ফলে এসব দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে বলে শিল্প মন্ত্রণালয় থেকে আশা করা হচ্ছে।

এর আগে শিল্পমন্ত্রী সৌদি আরবের সার ও রাসায়নিক দ্রব্য উত্পাদনকারী প্রতিষ্ঠান সৌদি এরাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (সাবিক) নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সাবিকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে রসায়নশিল্পের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।মন্তব্য