kalerkantho


পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্র

হাতের লেখার গতি বাড়ানোর চেষ্টা করবে

২৩ মার্চ, ২০১৬ ০০:০০হাতের লেখার গতি বাড়ানোর চেষ্টা করবে

► প্রথম ও দ্বিতীয় পত্রের প্রতিটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ। যে অধ্যায়গুলোতে দুর্বলতা আছে সেগুলো বুঝে পড়বে।

► সংক্ষিপ্ত পড়াশোনা বা শুধু মুখস্থ করে সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নে ভালো করা যাবে না। তথ্য, ঘটনা, সময়কাল মনে রাখতে হবে।

► এ বিষয়ে অনেক লিখতে হয়। লেখার ধীর গতির কারণে সময়ের অভাবে প্রশ্ন ছেড়ে আসতে হয় অনেকের। তাই লেখার গতি বাড়ানোর চেষ্টা করবে। বাসায় বেশি বেশি লিখলে কিংবা মডেল প্রশ্ন ধরে পরীক্ষা দিলে লেখার গতি বাড়বে। 

► জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর পেতে বাসায় ‘মডেল প্রশ্ন’ দেখে বেশি বেশি চর্চা করবে।

আর প্রয়োগ ও উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আগে উদ্দীপক বুঝবে, এরপর এর সঙ্গে মিল রেখে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা  করবে।

পরীক্ষার পূর্বমুহূর্তকে সাধারণ সময় হিসেবে বিবেচনা না করে পরীক্ষার প্রাক-প্রস্তুতিকাল হিসেবে বিবেচনা করবে।

 

গুরুত্বপূর্ণ অধ্যায়

প্রথম পত্র

প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম ও অষ্টম অধ্যায় সৃজনশীল অংশের জন্য পড়তে তো হবেই, তদুপরি এর সঙ্গে মিল রেখে বর্তমান বিষয়ের সঙ্গে উদ্দীপক তৈরি করে প্রস্তুতি নিতে হবে।

 

দ্বিতীয় পত্র

প্রথম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো ভালো করে বুঝে পড়বে।


মন্তব্য