kalerkantho


উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন

উত্তর যথার্থ ও তথ্যভিত্তিক হতে হবে

২৩ মার্চ, ২০১৬ ০০:০০উত্তর যথার্থ ও তথ্যভিত্তিক হতে হবে

এ বিষয়ে এবারই প্রথম সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। বেশির ভাগ ছাত্রছাত্রীর ধারণা—উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে খুব বেশি নম্বর তোলা যায় না, কিন্তু সঠিক পদ্ধতিতে পর্যাপ্ত অনুশীলন করলে ভালো নম্বর পাওয়া সম্ভব। প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের নম্বর বণ্টন একই রকম। বহু নির্বাচনী প্রশ্ন্ন থাকবে ৪০টি। সৃজনশীল অংশে ৯টি প্রশ্ন থাকবে, ৬টির উত্তর দিতে হবে। প্রতিটিতে ১০ নম্বর থাকবে। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর দ্রুত শেষ করলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে সময় ব্যবস্থাপনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি প্রশ্নের উত্তর সময়মতো শেষ করতে হবে।

উভয় পত্রের গুরুত্বপূর্ণ অধ্যায়

উত্পাদন, উত্পাদনের উপকরণ, সামষ্টিক পর্যায় উত্পাদন, উত্পাদন ব্যবস্থাপনা, পণ্য ডিজাইন, ব্যবসায়ের অবস্থান, লে আউট, বিপণন পরিবেশ, বিপণন কার্যাবলি, বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, পাইকারি ও খুচরা ব্যবসায়, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ, পণ্য বণ্টন প্রণালি, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা। উত্তর যথার্থ ও তথ্যভিত্তিক হলে বেশি নম্বর আশা করা যায়। প্রশ্নে যা যা চেয়েছে সবটুকু না পারলে যতটুকু পারো ততটুকু লিখবে, তবে উপস্থাপন সুন্দরভাবে করতে হবে। অযথা উত্তর বড় করবে না। এতে পরীক্ষক বিরক্ত হতে পারেন আর তা উত্তরপত্রে প্রভাব ফেলতে পারে।


মন্তব্য