kalerkantho

horror-club-banner

জার্মানির ব্রোকেন পর্বতের সেই অশুভ ছায়া, পিশাচের নাকি অশুভ আত্মার!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৭ ২১:৫১জার্মানির ব্রোকেন পর্বতের সেই অশুভ ছায়া, পিশাচের নাকি অশুভ আত্মার!

আমাদের বসবাসের এই পৃথিবীটা নানা রহস্যে ভরপুর। এর সবটুকু কি আর আমরা আমাদের জীবদ্দশায় জানতে পারি? যে প্রশ্নের উত্তর আমরা পাই না সেই প্রশ্নই আমাদের জন্য আমাদের কাছে রহস্য। আর রহস্য নিয়ে চলে নানান জল্পনা-কল্পনা। কখনো তা যুক্ত হয় ঈশ্বরের সাথে, কখনো যুক্ত ভৌতিক উপাখ্যানের সাথে। আমরা বলি, অতিপ্রাকৃত। কিন্তু আসলে কি এমন কিছু আছে? সব কিছুর উত্তরই এক সময় আবিষ্কার করে বিজ্ঞান।

জার্মানির ব্রোকেন পর্বতারোহীরা প্রায়ই তাদের বিপরীতে বিশাল একটি ছায়া দেখতে পেতেন। মানুষের মতই অবয়ব সেই ছায়ার, কিন্তু উৎস পাওয়া ছিল দুষ্কর! সূর্যের উল্টো দিকে ভেসে ওঠে এই ছায়া। কখনো ছায়াটিকে ঘিরে তৈরি হয় রংধনুর বলয়। একে মনে করা হত পিশাচের ছায়া, অশুভ আত্মা!

এই ঘটনার ব্যাখ্যা পাওয়া যায় বিজ্ঞানীদের কাছে। এটি প্রকৃতিরই একটি স্বাভাবিক খেলা। আপনি যখন এই ছায়া দেখতে পান তখন আপনি থাকেন সূর্য আর ছায়ার মাঝামাঝি। সেটি আসলে আপনারই ছায়া! নিজেকেই দেখছেন আপনি। সূর্যের আলোর কারণেই ৭ রঙের বলয় তৈরি হয়। আর ছায়া সবসময়ই যত দূরে তত বড় সে তো আমরা সবাই জানি। এই ঘটনা প্রায়ই দেখা যায় জার্মানির ব্রোকেন পর্বতে।মন্তব্য